ভারত এর সাজা ভোগ শেষে দেশে ফিরেছে ২১ বাংলাদেশি

Share

ঢাকা টাওয়ার ডেস্ক  : বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ২১ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে  গত বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (ইমিগ্রেশন ওসি) ইমতিয়াজ আহসান ভূঁইয়া।

তিনি বলেন, ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরেন

এই ঘটনায় ফেরত আসাদের মধ্যে আপন বিশ্বাস (১৮), মিহির জোয়ারদার (১৮), খাইরুল ইসলাম (১৯), সৈকত আলম (১৯), শিলা আক্তার (২০)- এই পাঁচজন ছাড়া সবাই অপ্রাপ্তবয়স্ক।

এদের বাড়ি যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফরিদপুর, ঢাকা, কেরানিগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

ওসি আহসানুল কাদের ভূইয়া বলেন, তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। পরে তাদের বিভন্ন মেয়াদে সাজা হয়। সাজা শেষে তারা একটি এনজিওর সহায়তায় দেশে ফিরেছে।

ফেরত আসাদের আইনি সহায়তা দিতে মানবাধিকার সংগঠন ‘রাইটস যশোর’ ১০ জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে গ্রহণ করেছেন বলে জানান জাস্টিজ অ্যান্ড কেয়ারের যশোর অফিসের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত।

Read more