যশোরে যুববকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই

Share

যশোর প্রতিনিধি  :  যশোর শহরের বেজপাড়া মন্দিরের কাছে এক যুবককে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম নাজিম মাহমুদ (২১) তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাগাডাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। বর্তমানে যশোর শহরের বেজপাড়া এলাকার আল আমিন মসজিদ সংলগ্ন নজরুল ইসলামের বাসায় মেসে থেকে পড়াশোনা করছেন। তিনি বিসিএমসি কলেজের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের মতে, নাজিম মাহমুদ তার এক সহপাঠীর সঙ্গে দেখা করতে বেজপাড়া মন্দিরের কাছে গেলে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। ছুরির আঘাতে তার পিঠের বাম পাশে মারাত্মক জখম হয়।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত চলছে।

Read more