যশোরে পেশাদার চোরকে আটক করেছে পুলিশ

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?
বিশেষ প্রতিনিধি
ভোর রাতে শহরের পুলিশ লাইন এলাকা থেকে সাব্বির মীর ওরফে রাকিব নামে  এক পেশাদার চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর সদর উপজেলার বলাডাঙ্গা কাজীপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই তরিকুল ইসলাম পেশাদার চোর রাকিবকে গ্রেফতার করে।  তাকে আদালতে সোপর্দ করে। গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের এসপি বাংলোর পাশে এক বাড়িতে বিদ্যুতের সার্ভিস তার কেটে অন্ধকার পরিবেশ সৃষ্টি করে বাড়ির পূর্ব দিকের ছাদের কার্নিস বেয়ে নির্মীয়মান সিঁড়ি ঘর দিয়ে এক ঘরে প্রবেশ করে বেডরুমে থাকা নগদ ১২ টাকা ও ৮ আনা ওজনের স্বর্ণের কানের দুল অজ্ঞাতনামা চোর নিয়ে যাবার সময় ওই বাড়ির মহিলা দেখে ফেলে চিৎকার দিলে চোর দৌড়ে ছাদ হতে কার্নিস বেয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় কোতয়ালি থানায় চুরি মামলা হওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা চোর সনাক্ত ও মালামাল উদ্ধারে অভিযানে নামে। রোববার ১৭ নভেম্বর ভোর রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব্বির মীর ওরফে রাকিবকে গ্রেফতার করার পর সে সন্তোষ জনক জবাব দিতে পারেনি। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি চুরি মামলায় চার্জশীট ও দ্রুত বিচার আইনে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।