ঢাকা অফিস: ঢাকা উত্তর সিটির ৩৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মো. শাকিল হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালানোর অভিযোগে ধানমন্ডি থানার এক মামলায়।
ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শনিবার রাতে হাজারীবাগে শাকিলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই সময় তার বাসা থেকে রিভলবার, পিস্তুল গুলির, চাপাতি, ছুরি ও রামদা উদ্ধারের কথা বলেছে পুলিশ।
তালেবুর রহমান বলেন, “সরকার পতনের আগের দিন ৪ অগাস্ট সকালে ধানমন্ডি ২৭ নম্বর রোডে মীনা বাজারের সামনে ও আশেপাশের এলাকায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা চালায়।
এতে সাহেদ আলী নামের এক ব্যক্তিসহ আরো অনেকে অনেক গুলিবিদ্ধ হয়ে আহত হন। গুলিবিদ্ধ সাহেদের ভাই শরিফ গত ৩ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় শাকিল হোসেন এজাহারভুক্ত আসামি।
শাকিলের বিরুদ্ধে হাজারীবাগ থানায় অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন উপ কমিশনার তালেবুর।
১৯ জুলাই আবাহনী মাঠের কাছে আন্দোলনের মধ্যে গুলির ঘটনায় হাসনাইন আহমেদ নামের এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনাতেও ধানমন্ডি থানার হত্যা মামলায় শাকিল আসামি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।