খুলনা প্রতিনিধি: রোববার রাত সাড়ে ৮টার দিকে,খুলনা–সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে নারী পুলিশ সদস্য ফারজানা ইয়াসমিন নিহত হয়েছেন।
নিহত ওই নারী পুলিশ কনস্টেবলের নাম ফারজানা ইয়াসমিন। তার বাড়ি সাতক্ষীরা জেলায়। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা শহরের দিক থেকে একটি মোটরসাইকেলের পিছনে ওই পুলিশ সদস্য শিশু সন্তান নিয়ে নিজ কর্মস্থল ডুমুরিয়া থানায় যাচ্ছিল। মোটর সাইকেলটি গুটুদিয়া ফুটবল মাঠের কাছে আসলে উঁচুনিচু সড়কের খাদে আঘাত লেগে মোটর সাইকেলের পিছন থেকে ফারজানা পড়ে যান। এ সময়ে পিছনে থাকা দ্রুতগামি চলন্ত ট্রাক তার শরীরের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। নিহত ফারজানার বাড়ি সাতক্ষীরা জেলায়।
নিহতের মরদেহ থানায় নেওয়া হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন ঘটনাস্থলে আসেন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।