বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণের পর দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হবে প্রধান উপদেষ্টা

ঢাকা অফিস: বন্যার পানি নেমে যাওয়ার পর স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি দেখা দিতে পারে। সেই ঝুঁকি মোকাবিলায় সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বন্যাদুর্গত এলাকায় সক্রিয় ৪৪টি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠকে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের পর দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে কাজ করা হবে। বৈঠকে ড. ইউনূস বন্যাদুর্গত এলাকায় মোবাইল টাওয়ার ও বিদ্যুৎ সরবরাহ চালু করারও নির্দেশ দেন।

কীভাবে দ্রুত উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো যায়, কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত ইত্যাদি বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

এর আগে, বন্যায় যেসব এনজিও ও সংস্থা ত্রাণ ও উদ্ধার তৎপরতায় ঘনিষ্ঠভাবে কাজ করছে, তাদের নেতৃবৃন্দের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস আলোচনায় বসবেন বলে জানিয়েছিল প্রেস উইং।