লেবাননের শিয়া মুসলমানদের প্রতিনিধিত্বকারী প্রধান দুটি রাজনৈতিক দলের একটি হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ‘সন্ত্রাসবাদের কালো তালিকা’ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব লীগ। এই লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি শনিবার বলেছেন, “সদস্য রাষ্ট্রগুলো হিজবুল্লাহকে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত না করার সিদ্ধান্ত নিয়েছে।

একইসঙ্গে আরব লীগ হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করারও সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।

২০১৬ সালের মার্চ মাসে আরব লীগ হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করেছিল। সে সময় আরব লীগ বলেছিল, সংগঠনটি মধ্যপ্রাচ্যে ‘উগ্রবাদ ও সাম্প্রদায়িক বিভাজন’ ছড়াচ্ছে এবং বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

কিন্তু লেবানন ও ইরাকের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পর হিজবুল্লাহর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল আরব লীগ।

শুক্রবার লেবাননের গণমাধ্যমগুলো জানায়, হোসাম জাকি ওই দিন লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর সংসদীয় ব্লকের প্রধান মুহাম্মাদ রা’দের সঙ্গে বৈঠক করেন। এটি ছিল এক দশকেরও বেশি সময়ের মধ্যে হিজবুল্লাহর সঙ্গে আরব লীগের প্রথম কোনো সরাসরি সাক্ষাৎ।

লেবাননের শিয়া মুসলমানদের প্রতিনিধিত্বকারী প্রধান দুটি রাজনৈতিক দলের একটি হিজবুল্লাহ।