এমপি আনার হত্যায় অন্যতম অভিযুক্ত সিয়াম হোসেন নেপালে আটক

বিশেষ প্রতিনিধি: এমপি আনোয়ারুল আজীম আনার হত্যায় অন্যতম অভিযুক্ত মো. সিয়াম হোসেন নেপালে আটক হয়েছেন। বৃহস্পতিবার নেপাল পুলিশ তাকে আটক করেছে। সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে। কাঠমান্ডুর একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আটক সিয়ামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। তিনি আক্তারুজ্জামানের সহকারী হিসেবে কাজ করতেন। নেপালে সিয়ামের আটকের বিষয়টি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অনানুষ্ঠানিকভাবে জেনেছে বলে সংশ্লিষ্ট সূ্ত্র জানিয়েছে। এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকায় তিনজন এবং কলকাতায় একজন গ্রেপ্তার হয়েছেন। এই অবস্থায় আটক সিয়ামের বিষয়ে নেপালের সঙ্গে কলকাতা পুলিশও যোগাযোগ রাখছে।

মামলার তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত ১৩ মে কলকাতায় আনোয়ারুল আজীমকে হত্যার পর লাশ গুম করার ক্ষেত্রে সিয়ামও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর তিনি কলকাতা থেকে নেপাল চলে যান। এই হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে পুলিশ যে আক্তারুজ্জামান ওরফে শাহিনের কথা বলছে, তিনিও ২০ মে ঢাকা থেকে দিল্লি হয়ে কাঠমান্ডু যান। পরে সেখান থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে যান।