নড়াইল প্রতিনিধি: নড়াইলে সৎমায়ের বিরুদ্ধে ৩ বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুসরাত জাহান ওই গ্রামের সজীব কাজীর মেয়ে। সজীবের দ্বিতীয় স্ত্রী জোবায়দা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায়।
নিহতের দাদি পান্না বেগম বলেন, তিন বছর আগে নুসরাতের বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। পরে জোবায়দাকে বিয়ে করেন সজীব। বিয়ের পর থেকে নুসরাতকে ভালো চোখে দেখতো না সৎ মা জোবায়দা। এ নিয়ে সজীবের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো দ্বিতীয় স্ত্রীর।
ওসি কাঞ্চন বলেন, দুপুরের দিকে বাড়ির বারান্দায় কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় নুসরাতের মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি কাঞ্চন আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সৎ মা জোবায়দাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। শিশু নুসরাতের গলায় আঙ্গুলের ছাপ দেখা গেছে।
ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।