যশোর প্রতিনিধি
যশোর শহরের শংকরপুরে মধ্য রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আকাশ নামে আরেক সন্ত্রাসী খুন হয়েছেন।
নিহত আকাশ ওই এলাকার তোতা মিয়ার ছেলে। শংকরপুর বটতলা এলাকায় মঙ্গলবার রাত দেড়টার পরে এঘটনা ঘটে। অভিযোগ করা হচ্ছে এ ঘটনার সাথে জড়িত রয়েছেন সাব্বির, তানভিরসহ একদল সন্ত্রাসী। যারা কিশোর গ্যাঙ এর সাথেজড়িত। এছাড়া নিহত আকাশের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি। নিহতের স্বজনদের অভিযোগ, আকাশকে সাব্বির ও তানভীর ডেকে নিয়ে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাইফুর রহমান বলেন, নিহতের গলায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে আকাশের।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকে অভিযানে নেমেছে।
এদিকে, আইনপ্রয়োগকারী একটি সংস্থার দাবি চোরাই সোনা ভাগাভাগির টাকা নিয়ে দ্বন্দ্ব ও এলাকায় আধিপত্ব বিস্তারকে কেন্দ্র করে বন্ধুদের হাতেই খুন হয়েছে আকাশ।