আন্তর্জাতিক ডেস্ক: শনিবার (২৭ জানুয়ারি) ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ইরানে বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন ৯ পাকিস্তানি। আহত আরও তিনজন। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পাকিস্তান সীমান্তবর্তী শহর সারাভানে একটি মেসে হামলা চালায় তিন দুবৃর্ত্ত। তাদের সন্ধানে চলছে পুলিশের তল্লাশি। নিহতরা সবাই পাকিস্তানি শ্রমিক। একটি গাড়ি সারাইয়ের কারখানায় কাজ করতেন তারা। এখনও হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
এদিকে, এ ঘটনায় দ্রুত তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে পাকিস্তান। সম্প্রতি, পরস্পরের ভূখণ্ডে পাল্টাপাল্টি হামলার জেরে ইরান-পাকিস্তানের মধ্যে ছড়িয়েছে উত্তেজনা। এতে রাষ্ট্রদূত প্রত্যাহারের মতো কূটনৈতিক পদক্ষেপও নেয়া হয়। পরবর্তীতে আলোচনার জেরে শান্ত হয় পরিস্থিতি। সোমবার, পাকিস্তান সফরের কথা ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহির।