ঢাকা অফিস: আগামী ৩০ জানুয়ারি সারাদেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এরপর ওই পাল্টা কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, ৩০ জানুয়ারি লাল-সবুজ পতাকা হাতে সারাদেশে সতর্ক পাহারায় থাকবে নেতাকর্মীরা
শনিবার (২৭ জানুয়ারি) আওয়ামী লীগের শান্তি ও গণতন্ত্র সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।
২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের খেলা শেষ। আগামী ৫ বছর হবে রাজনীতির খেলা। দুর্নীতি, হরতাল, আগুন সন্ত্রাসের বিরুদ্ধেও খেলা হবে বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহামুদ বলেন, নির্বাচনের আগে গর্তে ঢুকে থাকা বিএনপি বেরিয়ে এসে আবার বিশৃঙখলা করতে চায়। কালো পতাকা মিছিল দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না বলে মন্তব্য করেন দলের প্রেসেডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক।
আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি অপেক্ষায় ছিল, দেশে ভিসা নিষেধাজ্ঞা আসবে। সপ্তম নৌবহর আসবে। কিন্তু কিছুই আসেনি। এখন বিদেশীরা ফুল নিয়ে লাইনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন বলেও জানান মন্তব্য করেন ড. আব্দুর রাজ্জাক।