যশোরে এক মুমূর্ষু শিশুর পাশে দাঁড়ালো  জাগ্রত যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা

যশোর প্রতিনিধিঃ এক মুমূর্ষু শিশুর পাশে দাঁড়ালো  জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা। যশোর বেজপাড়া বিহারী কলোনী এলাকায় আর্জুন(০৯) নামে এক শিশু গত ১৬ই সেপ্টেম্বর প্রাইভেটকার এক্সিডেন্ট করে।শিশুটির ২টো পা ভেঙে গুড়ো হয়েছে এবং পা থেকে মাংস আলাদা হয়ে গিয়েছে। শিশুটার পরিবার খুবই অসহায়। দ্বারে দ্বারে ঘুরে চিকিৎসার খরচ জোগাড় করছে।এমতাবস্থায় জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি ফারজানা ইয়াসমিন অসহায় শিশুটির চিকিৎসার কিছু অংশ খরচ বহন করতে পাশে দাঁড়ায়।সংস্থাটি নগদ অর্থ সহ শিশুটির সার্বিক দেখভাল করছে।

জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা বিভিন্ন সময় মুমূর্ষু রোগীর রক্তদান,অসহায় অসুস্থ রোগীর আর্থিক সহোযোগিতা,গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সহোযোগিতা,ইভটিজিং -বাল্যবিবাহ ও সমাজের বিভিন্ন কুসংস্কার রোধে সচেতনতা, বৃক্ষ রোপন ও বিতরণ, শীতবস্ত্র বিতরণ,ইফতার সামগ্রী বিতরণ,ঈদ উপহার বিতরণ করে সমাজে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। বেজপাড়া ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর বাবুল নাথ বলেন জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা যেভাবে সমাজের সকল ভালো কাজগুলো একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে করে আসছে সত্যিই প্রশংসনিয়।জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি ফারজানা ইয়াসমিন বলেন আমরা আজ যাদের সহোযোগিতা করছি তাদের দূরাবস্থা দেখার কেউ নেই।আমরা ধারাবাহিকতার সাথে যেভাবে কাজ করে আসছি আগামীতেও এভাবেই সমাজের অসহায় মানুষের পাশে থাকতে চাই।আমি চাই আমাদের দেখাদেখি  আরো মানুষ এই অসহায় মানুষের পাশে দাড়াতে এগিয়ে আসুক।