যশোরে গৃহবধূ পাচার মামলায় পাচারকারী আলামিনকে অভিযুক্ত করে চার্জশিট

যশোর প্রতিনিধি 
যশোর সদরের কেফায়েত নগর গ্রামের গৃহবধূকে শিশু সন্তানসহ ভারতে পাচার মামলায় আলামিন হোসেনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় তোতা ফকিরের অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল হাসান।
অভিযুক্ত আলামিন হোসেন যশোর সদরের গাইদগাছি গ্রামের শ্বশুর তোতা ফকিরের জামাই।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি আলামিনের প্রতিবেশী ছিলেন ওই গৃহবধূ। আলামিন প্রায় ভারতে যাতায়ত করত। গৃহবধূর সন্তান জন্মের এক মাস আগে আলামিন ভারত থেকে দেশে এসে তাকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রলোভন দেখাতে থাকে। চলতি বছরের ১ মে ওই গৃহবধূর স্বামী কাজের উদ্দ্যেশে বাইর চলে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীকে না পেয়ে অনেক খোঁজাখুজি করে উদ্ধারে ব্যর্থ হয় তার স্বামী। ২৭ মে সকালে ওই গৃহবধূ তার স্বামীর কাছে ভারত ফেকে ফোন করে আসামিদের নামউল্লেখ করে পাচারের বিষয়টি জানান। তিনি বর্তমানে গুজরাটে বন্দি অবস্থায় আছে। এ ঘটনায় থানায় মামলা করতে ব্যর্থ হয়ে গত ৪ জুন আদালতে মামলা করেন। আদালতের আদেশে ৩০ জুন অভিযোগটি কোতয়ালি থানায় এজাহার হিসেবে রুজু হয়। এ মামলার তদন্ত শেষে গৃহবধূকে পাচারের সাথে জড়িত থাকায় আলামিনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত আলমানিকে আটক দেখানো হয়েছে।