মণিরামপুরে অপহরণ ও চাঁদাবাজি মামলায়  আটক খান আশিকুরের একদিনের রিমান্ড মঞ্জুর

যশোর প্রতিনিধি: মণিরামপুরের অপহরণ ও চাঁদাবাজি মামলায় আটক খান আশিকুর রহমানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে যশোরের আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আশিকুর রহমান মণিরামপুরের চালুয়াহাটি গ্রামের মিজানুর রহমান খানের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ঢাকা কামরাঙ্গীরচর হাসাননগর গ্রামের সাজিদ একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি গত ১৯ সেপ্টেম্বর মণিরামপুর আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউট সোসিংয়ে কর্মরত আর প্রতিষ্ঠানের ১২ কর্মীর ব্যাংক হিসাব ও অন্যান্য সুযোগ সুবিধা বুঝিয়ে দেয়ার জন্য। হাসপাতাল গেটে অবস্থানকালে আসামি খান আশিকুরসহ অপরিচিত কয়েকজন এসে মোটরসাইকেলে তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তারা সাজিদকে আটকে রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে ফোন দেয়। এরমধ্যে সাজিদ ৯৯৯ কল দিয়ে গভীর রাতে পুলিশ আশিকুরের বাসা থেকে তাকে উদ্ধার ও তাকে করে। এ ঘটনায় সাজিদ বাদী হয়ে আশিকুর রহমানসসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে মণিরামপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আটক আশিকুরের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রোববার রিামন্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।