যশোরে টাকা আত্মসাতের ঘটনায় গ্রামীন ফোন কোম্পানির মাঠকর্মীর বিরুদ্ধে বিকাশের মাঠকর্মীর মামলা

যশোর প্রতিনিধি 
প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে গ্রামীন ফোন কোম্পানির মাঠ কর্মী রাকিবুর রহমানের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। যশোর সদরের মন্ডলগাতি গ্রামের পরিমল কুমার পালের ছেলে বিকাশের মাঠকর্মী অপু কুমার পাল বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে ডিবিকে প্রতিবেন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি রাকিবুর রহমান ঝিনাইদাহ সদরের পাঁচবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি গ্রামীন ফোন কোম্পানির যশোর চৌগাছা এলকার মাঠকর্মী। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনি।
মামলার অভিযোগে জানা গেছে, অপু কুমার পাল ও আসামি রাকিবুর রহমান দুই কোম্পানির প্রতিনিধি হলেও তাদের কর্ম এলাকা একই। কাজের সূত্র ধরে একে অপরের সাথে পরিচয় ও সম্পর্ক। মাঝে মধ্যে একজন অপরজনের অফিসিয়াল কাজের সহযোগিত করতো। গত ২২ আগস্ট অপু কুমার পালের বাইরে কাজ থাকায় তিনি আসামি রাকিবুর রহমানের কাছে দেড় লাখ টাকা দিয়ে বিকাশ এজেন্টদের দেয়ার কথা বলে দেয়। রাকিবুর এ টাকা এজেন্টদের না দিয়ে আত্মসাত করে। পরে তার সাথে দেখা হলে টাকা ফেরত চাইলে না দিয়ে টাকা ফেরত দেয়ার সময় চেয়ে একটি অঙ্গীকারনামা করে দেয়। নির্ধারিত সময় পার হলেও টাকা না দেয়ায় তাকে লিগ্যাল নোটিশ দেয়া হয়। নোটিশ প্রাপ্তির পর টাকা না দেয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন।