নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় ডাক্তার গ্রেফতারের প্রতিবাদে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি 
রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত হওয়ার আগেই ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেফতারের প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে ওজিএসবি যশোর শাখার উদ্যোগে এ মানববন্ধনের করা হয়।
সংগঠনের সভাপতি ডা. রবিউল ইসলামের সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানববন্ধনে শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন। এসময় বক্তরা বলেন, চিকিৎসকরা তাদের সবোর্চ্চটা দিয়ে সেবা প্রদান করে থাকে। রোগীর অবস্থা খারাপ হলে অসতর্কতার কারণে রোগীর মৃত্যু হতে পারে। তবে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও ও প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত হওয়ার আগেই ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেফতার করা হয়েছে। যা যৌক্তিক নয়। এ কারণে অবিলম্বে ডা. শাহাজাদী ও ডা. মুনাকে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয় মানবববন্ধন থেকে।#