যশোর প্রতিনিধি গতকাল শনিবার বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে বিদ্যুতের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, কথিত গণ বিরোধী বাজেট ও গণকর বাতিল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থপাচার ও দূর্নীতির প্রতিবাদে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড তসলিমুর রহমান এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ঘোষিত বাজেটকে গণ বিরোধী বাজেট হিসেবে উল্লেখ করে সরকারের তীব্র সমালোচনা করেন। তারা জানান, বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে বিধায় লোডশেডিং এর কারণে সারাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করেন। বক্তারা বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালু করার এবং বাইরের দেশে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার দাবি জানান। এছাড়া তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেওয়ার আহ্বান জানিয়েছেন।#