যশোর হামিদপুর কলেজ ও জিলা স্কুলে বঙ্গবন্ধুর জুলি ও কুরি ৫০ বছর উদযাপন

যশোর অফিস যশোর হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজ ও জিলা স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলি ও কুরি শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) এ আয়োজন করা হয়।
হামিদপুর আলহেরা কলেজে এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মফিজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন উপাধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন। সহকারি অধ্যাপক আশরাফ আলীর স লনায় বক্তব্য রাখেন সহকারি আশুরা শারমিন ভিনা ও সহকারি অধ্যাপক মমতাজ শিরিন।
যশোর জিলা স্কুলে আলোচনা সভায় প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক সেখ শফিয়ার রহমান, সহকারি প্রধান শিক্ষক মহিউদ্দিন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান, জামাল উদ্দিন ও সহকারি শিক্ষক লক্ষণ কুমার বিশ্বাস।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের মহান নেতা। তার বড় প্রমাণ হলো জুরি ও কুরি প্রদক। বিশ্ব শান্তিতে ভূমিকা রাখার অবদান হিসেবে তঁাকে এই পদক দেয়া হয়। বঙ্গবন্ধুর কারণে বাঙালি সম্মান ফিরে পেয়েছে। বাংলাদেশ যতদিন টিকে থাকবে বঙ্গবন্ধু ততদিন বেঁচে থাকবেন।#