যশোরে হাঁস মারপিটকে কেন্দ্র করে হামলার ঘটনায়  থানায় মামলা

যশোর অফিস
হাঁস মারপিটকে কেন্দ্র করে কথাকাটাকাটির জের ধরে সদরের গহেরপুর মধ্যপাড়া গ্রামে বিল্লাল হোসেন (৩৮) নামে এক যুবকের উপর হামলা ও মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। হামলার শিকার ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে বিল্লাল হোসেন (৩৮) তিন জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার আসামিরা হলো তেজরোল গ্রামের আমিরের ছেলে শাকিল (২২) একই গ্রামের নুরনবীর ছেলে তালেব (৩০) ও লাউখালি গ্রামের শহীদুলের ছেলে রিয়াজ (২৬)।
মামলায় বিল্লাল হোসেন বলেন, বিবাদীদের মাঠে আমারন একটি হাঁস গেলে হাসঁটিকে মারপিট করে। এ নিয়ে বিবাদীদের সাথে কথাকাটাকাটি হয়। এ কারণে বিবাদীরা আমাকে মারপিট করার জন্র খুঁজতে থাকে। ২০ মে আমি আমার ছেলে মুস্তাফুরকে বিদেশ পাঠানোর জন্য নগদ ১ লাখ ৯০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে খাজুরা বাসস্ট্যান্ডে যাবার উদ্দেশ্যে বাইসাইকেল নিয়ে রওনা হই। বিকাল আনুমানিক ৫ টায় গহেরপুর থেকে রাজাপুর যাওয়ার পথে পাকা রাস্তার উপরে থাকা ছোট কালভার্টের উপর পৌছুলে পূর্বপরিকল্পিত ভাবে বিবাদীরা লোহার রড শাবল নিয়ে আমার গতি রোধ করে মারপিট শুরু করে। বিবাদী শাকিল হত্যার উদ্দেশ্যে আমার মাথায় শাবল দিয়ে আঘাত করে। আমি বাম হাত দিয়ে ঠেকালে কনুয়ের নীচে লেগে হাড় ভেঙ্গে যায়। তালেব শাবল দিয়ে এলাপতাড়ি সারা শরীরে মারপিট করে জখম করে। আমার পরিধেয় লুঙ্গির কোচরে গোজা দুই বান্ডিলে ১লাখ ৯০ হাজার টাকা বিবাদী রিয়াজ নিয়ে নেয়। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বিাদীরা আমাকে খুন জখমের হুমকি দিয়ে টাকা নিযে দ্রুত স্থান ত্যাগ করে।