যশোর অফিস জেলরোডের ক্ষুদ্র ব্যবসায়ী মহিউদ্দিন ইন্তেকাল করেছেন। নানা রোগে ভুগে শনিবার দিবাগত রাত ১ টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে মহিউদ্দিন এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। রোববার জোহরবাদ যশোর কেন্দ্রীয় কারাগার প্যারেড গ্রাউন্ডে জানাজা শেষে ঘোপ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। সকালে মহির বাসভবনে ছুটে আসেন যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ , যুবলীগের নেতৃবৃন্দ। মরহুমের ছেলে শামীম আহম্মেদ জানান, একবছর আগে প্রথমে তার বাবার হার্ড এ্যাটাক হয়। পরে ঢাকা থেকে ওপেন হার্ড সার্জারী করানো হয়। এরপর তিনি আরও অসুস্থ হয়ে পরেন। সর্বশেষ শনিবার রাতে তার মৃত্যু হয়।
জানাজায় অংশ নেন যশোর ৩ নং ওয়ার্ড কাউন্সিলার মোকসিমুল বারী অপু, অ্যাডভোকেট আখতার হোসেন, ঠিকাদার আতিয়ার রহমান মুকুল, গোলাম মোর্তজা, সাংবাদিক জাহিদ আহম্মেদ লিটন, জিএম সোহরাব হোসেন, শহিদ জয়, ওয়ার্ড যুবলীগের আহবায়ক জাহিদ হোসেন জলিল, ছাত্রলীগ নেতা মোমেল শেখ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আরিফুর রহমান সাগর, ইয়াসির আরাফত তরুন প্রমুখ।