বিশেষ প্রতিনিধি
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ইংরেজী (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষা বুধবার ৩ মে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কোন অপ্রীতিকর ছাড়াই নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের অধীনে ইংরেজী (আবশ্যিক) ১ম পত্র কোড নং ১০৭ পরীক্ষায় ১ লাখ ৫২ হাজার ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৫০ হাজার ২৯ জন ২শ’ ৯২টি পরীক্ষা কেন্দ্রে অংশ গ্রহন করেন । ইংরেজী (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ৯শ’ ৮৬ জন। বোর্ড সূত্রে জানাগেছে, খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনা জেলায় ২৪২,বাগের হাটে ১৩৫,সাতক্ষীরায় ১৮২,কুষ্টিয়া ২৩৫, চুয়াডাঙ্গায় ১৭৭,মেহেপুর জেলায় ৯১,যশোর জেলায় ৩৪৫,নড়াইলে ১৪৪,ঝিনাইদহ জেলায় ৩০২ ও মাগুরা জেলায় ১৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।