যশোরে আলাদা দুটি মোটরসাইকেলের সংঘর্ষে পিতা পুত্রসহ নিহত ৪

যশোর প্রতিনিধি:  যশোর কেশবপুর চুকনগর সড়কের বুজতলা নামকস্হানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্রসহ সহ তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গত মঙ্গলবার রাতে কেশবপুরের বুজতলা নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সেখানে পিতা পুত্রসহ তিনজন নিহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর মর্গে প্রেরণ করেন। নিহতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের আবদুল মান্নানের ছেলে জাহাঙ্গীর জোয়ার্দার (৪৫) ও তার ছেলে মোস্তাইন (১২), একই উপজেলার মালঞ্চী গ্রামের আবদুস সাত্তারের ছেলে মোস্তফা (২২) সোমবার রাত সাড়ে সাতটার দিকে যশোর কেশবপুর চুকনগর সড়কের বুজতলা নামকস্হানে বেপরোয়া ও দ্রুতগামী দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে দুইজন ও কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স অপজনের মৃত্যু হয়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান জানান, কেশবপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের নিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে যশোর মনিরামপুর সড়কের জামতলা নামক স্থানে ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাকিব গাজী( ২৫ ) নামে এক যুবক আহত হয়। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১টি ৪০ মিনিটে রাকিব হোসেন গাজী মারা যায় । রাকিব হোসেন গাজী যশোরের কেশবপুর উপজেলা কন্দবপুর গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে। নিহতের মরাদেহ যশোর হাসপাতাল মর্গে রয়েছে।#