বঙ্গবাজারের মতো সারা দেশে আগুন জ্বলছে খুনের আগুন গুমের আগুন মামলার আগুন হামলার আগুন শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি : গুলিস্তানের বঙ্গবাজারের মতো এখন সারা দেশেই আগুন জ্বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, বঙ্গবাজারে আগুন লেগে শতশত ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে। পাশেই ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টার ছিল। তারপরও তারা আগুন নেভাতে পারেনি। বঙ্গবাজারের মতো এখন সারা দেশে আগুন জ্বলছে। খুনের আগুন, গুমের আগুন, মামলার আগুন ও হামলার আগুন।

শনিবার বিকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দার জুঙ্গুরদীর আভার মাঠে উপজেলা বিএনপির আয়োজিত বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ আরও বলেন, গত ১৭ বছর ধরে স্বৈরাচারী ফ্যাসিবাদী ভোটারবিহীন সরকার দেশের মানুষের ঘাড়ে চেপে বসে আছে। ২০১৮ সালে নিশি রাতের নির্বাচনে কেউ ভোট দিতে পারে নাই। এই সরকার নির্বাচনকে একটি তথাকথিত প্রজেক্টে পরিণত করেছে। সেই প্রজেক্ট হলো নৌকায় সিল পড়বে। ভোট ডাকাতি করে যেনতেনভাবে এমপি হয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবে। এটা আর হতে দেওয়া হবে না। সময় এসেছে এদেরকে হটানোর। এই সরকারকে হটানোই হচ্ছে ইবাদতের কাজ।

নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহবুব হোসেন মিঞা, আলিমুজ্জামান সেলু, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস মাতুব্বর, কোদালিয়া শহীদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন বকুল মাতুব্বর, বিএনপি নেতা তালুকদার নাজমুল হাসান প্রমুখ। অবস্থান কর্মসূচিতে উপস্থাপনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।