যশোরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন 

যশোর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। রবিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুরু হয়। এদিনের প্রথম প্রহরে শহরের স্বাধীনতা স্তম্ভ ও উপজেলার শহীদ মশিউর নগর স্মৃতিসৌধ ও মুক্তিনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন সহ ৮ উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে শহরের মুনিয়ার চত্বরে স্বাধীনতা স্তম্ভ  ও মুক্তিযুদ্ধ ভাস্কর্য ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন  ও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা ও যশোর জেলা আওয়ামী লীগ সংসার সদস্য, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তরুণ লীগ সহ বিভিন্ন সংগঠন ও চৌগাছা থানা, পৌরসভা, প্রেসক্লাব, স্কুল কলেজসহ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান।

দিবসটি পালনের লক্ষে এদিন সকাল ৯টায় চৌগাছা সরকারী শাহাদাত পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি,স্কাউটস, ফায়ার সার্ভিস সদস্যদের সমাবেশ ও কুচকাওয়াজ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টায় উপজেলা পরিষদ বৈশাখী মঞ্চে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
 জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান এর সভাপতিত্বে যশোর শহরসহ সহ ৮  উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা-ঝিকরগাছা আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. নাসির উদ্দীন এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাব্বির হুসাইন, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন প্রমুখ।