যশোর প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে যশোর সদর উপজেলা শ্রমিক লীগ। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০টায় সংগঠনের আহবায়ক আবুল কাশেমের নেতৃত্বে গরীবশাহ মাজারস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক নাজিম হোসেন বাহাদুর, শহর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক কামাল পারভেজ, বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমান মজনু, সহ-সভাপতি মো. সৈয়দ আলী, সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন, যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদুল ইসলাম, তুহিন হোসেন, মো. আব্দুল জলিল, মোহাম্মদ আয়ুব হোসেন, খান মো. ওসমান গণি, হাবিবুল বাশার বাচ্চু প্রমুখ।
এসময় আহবায়ক আবুল কাশেম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তরের ৭ মার্চ দেয়া ঐতিহাসিক ভাষণ পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামের বীজমন্ত্রে রূপ নেয়। এ ভাষণ শুধুমাত্র রাজনৈতিক দলিলই নয়, জাতির সাংস্কৃতিক পরিচয় বিধানের একটি সম্ভাবনাও তৈরি করে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো। এছাড়াও এ ভাষণটি পৃথিবীর অনেক ভাষায় অনুদিত হয়েছে।