আইনজীবী সহকারী ইমন হোসেনের বিরুদ্ধে গালিগালাজ ও হুমকির ঘটনায় আইনজীবী সমিতিতে অভিযোগ

যশোর প্রতিনিধি 
যশোরের আইনজীবী সহকারী ইমন হোসেনের বিরুদ্ধে গালিগালাজ ও হুমকির ঘটনায় আইনজীবী সমিতিতে অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী। একই সাথে তিনি তার মামলা পরিচালনাকারী আইনজীবী আব্দুল লতিফ মোড়লকে পরিবর্তনেরও আবেদন করেছেন। বৃহস্পতিবার অভয়নগরের মশিহাটি গ্রামের অখিল বিশ্বাসের স্ত্রী পূর্ণিমা বিশ্বাস সমিতির সাধারণ সম্পাদকের কাছে এ আবেদন ও অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী সমিতির অফিস সহকারী নুরুল ইসলাম।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ২০২২ সালের ১৫ জানুয়ারি অখিল বিশ্বাসের ছেলে অমিতাভ বিশ্বাসকে অস্ত্রসহ আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এ মামলটি আইনজীবী আব্দুল লতিফ পরিচালনা করে আসছিলেন। আইনজীবীর সহকারী ইমন হোসেন কারাগারে আটক অমিতাভকে ১ মাসের মধ্যে জামিন করে দিবে বলে ১০ হাজার টাকা নিয়েছিলেন এবং আরও ৪০ হাজার টাকা দাবি করেছিলেন। অমিতাভের জামিন না হওয়ায় আইনজীবীর সাথে দেখা করতে চাইলে ইমন হোসেন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও আইনজীবী পরিবর্তন করতে চাইলে তার ছেলেকে জেল থেকে বের হতে দেবেনা বলে হুমকি দেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আইনজীবী পরিবর্তন ও ইমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আইনজীবী সমিতিতে এ অভিযোগ দিয়েছেন। #