চৌগাছায় তিনদিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন 

রোকনুজ্জামান, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় তিনদিন ব্যাপী কৃষি ও  প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ প্রাঙ্গণের বৈশাখী মঞ্চে কৃষি অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা -ঝিকরগাছা আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ)  অধ্যাপক ডাঃ নাসির উদ্দীন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। এসময় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন  সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিক, জগদীশপুর ইউপি চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নূরুল কদর, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি  শহিদুল ইসলাম মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য কাউন্সিলর সিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, কাউন্সিলর আনিছুর রহমান, ঝিকরগাছা উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ।

তিনদিন ব্যাপী (১৯, ২০ ও ২২ ফেব্রুয়ারী) এ মেলায় কৃষিপণ্য ও ভালো ফলনশীল বিভিন্ন রকমের বীজ, উন্নতমানের কৃষি প্রযুক্তির যন্ত্রাংশসহ মোট ১৮ টি স্টল দেওয়া হয়। এছাড়া উন্নত মানের ফলনশীল আম, কাঠাল, লিচু সহ  ৮টি স্টল দেওয়া হয়।