যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিলে বাধা দেয়ার অভিযোগ 

যশোর প্রতিনিধি: গত বুধবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি’র) শেখ হাসিনা হল প্রশাসনের বিরুদ্ধে উক্ত হলের অভ্যন্তরে ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মিছিলে বাধা দেওয়ার প্রতিবাদে শেখ হাসিনা হলের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
জানা যায়,গত বুধবার রাত সাড়ে দশটার দিকে যবিপ্রবি’র শেখ হাসিনা হলের অভ্যন্তরে ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার উদ্দেশ্যে ছাত্রলীগ, যবিপ্রবি শেখ হাসিনা হল শাখার উদ্যোগে ছাত্রলীগ কর্মী স্বর্ণা ইয়াসমিন এর নেতৃত্বে প্রতি সপ্তাহের ন্যায় একটি মিছিল বের করেন। এ সময় উক্ত হলের প্রভোস্ট ড. শিরিন নিগার হলের সাধারণ ছাত্রীরা ভীতসন্ত্রস্ত হচ্ছে উল্লেখ করে তাদের হলের অভ্যন্তরে মিছিল করতে নিষেধ করেন। এ কারণে ছাত্রলীগ নেতাকর্মীরা শেখ হাসিনা হলের সামনে অবস্থান নেন ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিশ্বিবদ্যালয়ের প্রক্টর ড. হাসান মোহাম্মদ আল ইমরান ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। এরপর যবিপ্রবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. শিরিন নিগার হলের অভ্যন্তরে শুধুমাত্র ছাত্রলীগ নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেন। তবে কর্মকর্তাগণ সাধারণ ছাত্রীদের যেন জোরপূর্বক ছাত্রলীগের কোন কর্মসূচিতে অংশগ্রহণ করতে চাপ সৃষ্টি করা না হয় সে ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ার ব্যাপারে উক্ত হল প্রভোস্ট ড. শিরিন নিগার জানান, হলের অভ্যন্তরে ছাত্রলীগের মিছিলে সাধারণ ছাত্রীরা ভীতসন্ত্রস্ত হচ্ছে হলের একজন সাধারণ ছাত্রী তাকে ফোনে জানান। এ কারণে তিনি হলের অভ্যন্তরে মিছিল করতে নিষেধ করেন।#