সাতক্ষীরা প্রতিনিধি: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়াসহ আলেম ওলামাদের মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ করেছে সাতক্ষীরা জামায়াত।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের হাটের মোড় থেকে মিছিলটি শুরু হয়। দলের আরেকটি ছোট মিছিল হাটের মোড় থেকে তুফান মোড়ের দিকে যাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। এ সময় নাশকতা সৃষ্টির অভিযোগে ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
মিছিলটির নেতৃত্ব দেন সাতক্ষীরা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে চলমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ আজ এক ভয়াবহ পরিস্থিতিতে নিপতিত। দেশ অব্যাহতভাবে নতুন নতুন সংকটের দিকে ধাবিত হচ্ছে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা-সংস্কৃতি ও সামাজিক অঙ্গনে এক বিপর্যয়কর পরিস্থিতি বিদ্যমান। সেনাসমর্থিত সরকারের নিরাপদ প্রস্থানের জন্য ২০০৮ সালে সাজানো নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার জনগণের ওপর চেপে বসেছে। তারা ক্ষমতা পাকাপোক্ত করার জন্য আদালতের দোহাই দিয়ে কেয়ারটেকার সরকারব্যবস্থা বাতিল করে। অথচ আদালতের রায়ে পরপর দুটি নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে করার কথা বলা হয়েছিল। তারা ক্ষমতার মোহে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শনিবার সকালে নাশকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।