বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্বে যশোরের অদি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মণিরামপুরের সন্তান নর্দান ইউনিভার্সিটির আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাহিদুল ইসলাম অদি। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সাউথইস্ট ইউনিভার্সিটির রবিউল ইসলাম সজীব।

সোমবার ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কমিটির অনুমোদন দেন।
অদি এর আগে নর্দান ইউনিভার্সিটি ছাত্রলীগের দায়িত্বে ছিলেন। নতুন দায়িত্ব প্রসঙ্গে অদি বলেন, সারাদেশের ১০৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মুজিব আদর্শ ছড়িয়ে দিতে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। একইসঙ্গে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো নির্দেশনা বাস্তবায়নে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে আরও কার্যকর করে গড়ে তুলতে পদক্ষেপ নিয়ে চাই। আমার রক্তে বঙ্গবন্ধুর আদর্শ, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সে আদর্শ বাস্তবায়ন আমার মূখ্য উদ্দেশ্য।
উল্লেখ্য, মাহিদুল ইসলাম অদির বাবা জি এম মজিদ যশোরের মণিরামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান। মণিরামপুর সদর ইউনিয়ন পরিষদের (বর্তমান পৌরসভা) চেয়ারম্যানও ছিলেন তিনি। মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন জিএম মজিদ। অদির দাদা মহান মুক্তিযুদ্ধে মণিরামপুর উপজেলার প্রথম শহীদ জি.এম. মোসলেম উদ্দিন।