যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায়
বাড়ি থেকে আছরের নামাজ মসজিদে আদায় করার উদ্দ্যেশে রওনা দিয়ে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধ হাতেম আলী দফাদার(৮৫)। ঘাতক ট্রেন কেড়ে নিলো তার জীবন। নিহত হাতেম আলী দফাদার উপজেলার ছাতিয়ানতলা গ্রামের মৃত শমসের আলী দফাদারের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শুত্রুবার বিকালে বৃদ্ধ হাতেম আলী চুড়ামনকাটি কেন্দ্রীয় মসজিদে আছরের নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে বের হয়। তিনি রেললাইনের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় খুলনাগামী মহানন্দ এপ্রেস ট্রেনটি পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।নিহতের ছেলে লাভলু জানান,তার বাবা কানে কিছুটা কম শুনতেন যার কারণে ট্রেনের শব্দ শুনতে না পারায় এই দূর্ঘটনা।খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে লাশ উদ্ধার করে।
নিহত হাতেম আলী দফাদার ছাতিয়ানতলা গ্রামের দফাদার পাড়া জামে মসজিদে ৩০ বছর ইমামতি করেছেন।বর্তমানে বয়সের কারণে তিনি ইমামতি পেশা ছেড়ে দিয়েছেন।
যশোর রেলওয়ে ফাড়ির ইনচার্জ উপরিদর্শক এসআই শহিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন কারো কোন অভিযোগ না থাকায় বিনা ময়দা তদন্ত ে দাফনের জন্য তার ছেলের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।