যশোর প্রতিনিধি
যশোরে এক ব্যবসায়ীর ৪ লাখ ১৫ হাজার টাকা ছিনতাইয়ের ১০দিন পর তিনজনের নামে থানায় মামলা হয়েছে। পুলিশ এই মামলার আসামি রবিউল ইসলাম রবিকে আটক করেছে। আটক রবি শহরের চাঁচড়া রায়পাড়া বিল্লাল মসজিদের পাশে আব্দুস সামাদের ছেলে।
এই মামলার পলাতক আসামিরা হলো শহরতলীর বিরামপুর মোড়ের আব্দুল কাদেরের ছেলে আক্তারুজ্জান অনিক ও বিরামপুর ফকিরের মোড়ের আশা।
বাদী বিল্লাল হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কামালহাট গ্রামের বাসিন্দা। তিনি যশোর শহরের জজ কোর্ট গলির মার্কেটে গার্মেন্টস এর ব্যবসা করেন। পাশাপাশি শহরের পুরাতন কসবা বিধূভূষণ রোডের একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। ব্যবসায়ীক প্রয়োজনে তিনি ঝিকরগাছার নন্দীর ডুমুরে গ্রামের রফিকুল ইসলামের কাছ থেকে ৪ লাখ ১৫ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকতা পরিশোধের জন্য গত ১৬ জুন দুপুর দেড়টার দিকে নিজ মোটরসাইকেলে রওনা করেন। পথিমধ্যে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকার গালফ ফিলিং স্টেশনের সামনে পৌছানো মাত্র অন্য মোটরসাইকেলে এসে তার পথরোধ করে। এসময় তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু তাকে ছুরিকাঘাত টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় গতকাল রোববার কোতোয়ালি থানায় মামলা করেন। এদিনই বাড়ি থেকে আসামি রবিউল ইসলাম রবিকে আটকের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।