যশোর প্রতিনিধি
গত ২২ জুন দিবাগত রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা বাজারের প্যারেন্টস সুপার মার্কেটের দুইটি দোকান থেকে প্রায় ৯ লাখ টাকা চুরির ঘটনায় তিনজনকে আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
আটককৃতদের কাছ থেকে নগদ প্রায় চার লাখ টাকা উদ্ধার এবং চোরাই টাকা দিয়ে কেনা একটি নতুন ইজিবাইক জব্দ করা হয়েছে।
আটক তিনজন হলো, যশোর শহরতলীর ধর্মতলা কদমতলা এলাকার রুবেল হাওলাদারের ছেলে আল-আমিন (২১), খুলনার দিঘলিয়া উপজেলার আজিগ্রামের হাফিজুর সরদারের ছেলে আব্দুল কাদের (২৫) এবং একই গ্রামের বাবুল মোল্লার ছেলে রাজু মোল্লা (২৮)।
র্যাব জানিয়েছে, ঝিকরগাছার মনোহরপুর গ্রামের আবুল কালামের ছেলে জিয়াউর রহমানের (৪০) কায়েমকোলা বাজারের প্যারেন্টস সুপার মার্কেটে জিয়া ইলেক্ট্রনিকস ও মুসলিম জুয়েলার্স নামে দুইটি দোকান আছে। দুইটি দোকান তিনি পরিচালনা করেন। সৌরভ নামে এক কর্মচারি ইলেক্ট্রনিক্সের দোকান দেখাশুনা করেন। গত ২২ জুন রাত ১০টার দিকে দুই দোকানের কেনাবেচার মোট ৮ লাখ ৮০ হাজার টাকা সোনার দোকানের ক্যাশবাক্সে রেখে তালামেরে দোকান বন্ধ করে বাড়িতে যান। পরদিন সকালে দোকানে এসে দেখেন দুইটি দোকানের সার্টার ভাঙ্গা। সোনার দোকানের ক্যাশবাক্সে রাখা ৮ লাখ ৮০ হাজার টাকা নেই। এছাড়া ২০ বরি ওজনের রুপার গহনা নেই। কে বা কারা রাতের আঁধারে দোকানের সার্টার ভেঙ্গে তা চুরি করে নিয়ে গেছে।
এই ঘটনায় তিনি স্থানীয় দোকান মালিক ও মালিক সামিতির লোকজনকে জানিয়েছে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দেন। একই সাথে র্যাব-৬ যশোর ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দেন। এরপর র্যাব চুরির ঘটনা অনুসন্ধান করতে থাকে।
র্যাব সদস্যরা গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে প্রথমে আল-আমিনকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে দিঘলিয়া থেকে আব্দুল কাদের ও রাজু মোল্লাকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে ৩ লাখ ৯৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়। এবং চুরিকরা টাকা দিয়ে কেনা ১ লাখ ৭১ হাজার টাকা মূল্যের একটি নতুন ইজিবাইক জব্দ করা হয়েছে। আটক তিনজনই চুরির কথা স্বীকার করেছে