যশোরে ভাংড়ি ব্যবসায়ীর কাছে সাত লাখ টাকা চাঁদাদাবি, আদালতে মামলা

যশোর প্রতিনিধি: যশোরে এক ভাংড়ি ব্যবসায়ীর কাছে সাত লাখ টাকা চাঁদাদাবীর অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন যশোর সদর উপজেলার রামনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান। আসামিরা হলেন, কচুয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে লিটন, একই গ্রামের আব্দুল আজিজ মন্টুর ছেলে রেজাউল ইসলাম ও রূপদিয়ার চাউলিয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে আব্দুর রশিদ। এছাড়াও অজ্ঞাত আরও দুইজনকে এ মামলার আসামি করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চত করেছে বাদী পক্ষের আইনজীবী আশিকুর রহমান আশিক।

মামলায় বাদী উল্লেখ করেন আদালতের মামলা সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে তিনি যশোর রাজারহাট হাতিপোতা মোড়ে মায়ের দোয়া আয়রন ষ্টোর নামে একটি পুরাতন লোহা সহ ভাংড়ী মালামালের দোকান খুলে ব্যবসা পরিচালনা করে আসছেন। এরমাঝে ২০২১ সালে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে দেড়লাখ টাকা চাঁদাদাবি করে। ঘটনাটি তাৎক্ষণিক নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান কে জানালে ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ বিষয়টি সমাধান করে দেন। এরমাঝে গত গত ৯ মে সকাল ১০ টায় আসামিরা ফের দেশীয় অস্ত্র নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। এবার তারা সাতলাখ টাকা চাঁদাদাবি করেন। অন্যথায় হত্যার হুমকি দেন। প্রতিবাদ করলে তারা দোকান ভাঙচুর করে। বাদীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হত্যাসহ নানা হুমকি দিয়ে আসামিরা চলে যান। পরে বাদী স্থানীয়ভাবে বিষয়টি মিমাংশার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ফের চেয়ারম্যান রাজুর কাছে যান। চেয়ারম্যান রাজু আহম্মেদও ব্যর্থ হওয়ায় তিনি গত ২জুন আদালতে মামলা করেন। বর্তমানে তিনিসহ তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মামলায় উল্লেখ করেন। #