যশোর প্রতিনিধি
সদর উপজেলার বাহাদুরপুর স্কুলপাড়া গ্রামে দু’ পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় কোতয়ালি মডেল থানায় ৪ জুন পরস্পর বিরোধী বক্তব্য তুলে ধরে দু’টি মামলা হয়েছে। একটি মামলায় বাহাদুরপুর স্কুল পাড়ার মৃত শামসুর রহমানের ছেলে বাবু বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় আসামীরা হচ্ছে,বাহাদুর পুর গ্রামের মৃত কওছার আলীর ছেলে আব্দুল কুদ্দুস শামিম, সোবাহান আলী, আমিন উদ্দীনের ছেলে বিপ্লব, সোবাহানের ছেলে শামিম হোসেন, মইনুল, সোবাহানের স্ত্রী মনিরা বেগম ও শিমুল হোসেনসহ অজ্ঞাতনামা ৩/৪জন। অপর মামলটি করেন, বাহাদুর পুর গ্রামের মৃত কওসার বিশ^াসের ছেলে আসাদুজ্জামান। মামলায় আসামীরা হচ্ছে, বাহাদুরপুর গ্রামের মৃত সামছুর ছেলে বাবু,বাবুর ছেলে বাপ্পি,ফয়সাল,মৃত সামচুর ছেলে মিন্টু, বাবুর স্ত্রী নার্গিস বেগম, মত সামছুর স্ত্রী রাবেয়া বেগমসহ অজ্ঞাতনামা ৪/৫জন।
আসাদুজ্জামান বাদি হয়ে মামলায় উল্লেখ করেন, আসামীরা এলাকায় চাঁদাবাজি,খুন খারাবী,মাদক সেবী পরস্পর সম্পদক লোভীসহ সন্ত্রাসী প্রকৃতির লোক। বাদির বাড়ি বিবাদীদের বাড়ি পাশাপাশি হওয়ায় তাদের সাথে জমি জমি জায়গা নিয়ে দর্ঘিদিন যাবত বিরোধ চলে আসছে। গত ৩ জুন সকাল আনুমানিক সাড়ে ৮ টায় বাদির ভাই কুদ্দুস এর বসত বাড়িতে লেবার মিস্ত্রি দিয়ে প্রাচীন নির্মাণ করাকালে পূর্ব শত্রুতার জে ধরে আসামীগন অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। কাজ বন্ধ করে দেয়। তখন বাদির ভাই প্রতিবাদ করলে আসামীরা ক্ষিপ্ত হয়ে মারপিট পূর্বক জখম করে। অপরদিকে, বাবু বাদি হয়ে মামলায় উল্লেখ করেন, জমি জায়গা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালিয়ে মারপিট করে স্বর্ণের চেইন ছিনিয়ে শ্লীলতাহানী ঘটায়। গুরুতর আহত অবস্থায় আহতদের যশোর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি গুরুতর আহতদের ভর্তি করেন।