পারমাণবিক বাহিনী মহড়া চালাচ্ছে রশিয়ার ইভানভো প্রদেশে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার উত্তরপূর্বের ইভানভো প্রদেশে দেশটির পারমাণবিক বাহিনী মহড়া চালাচ্ছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

এ মহড়ায় হাজারখানেক সেনা এবং জার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লঞ্চারসহ শতাধিক যান ব্যাপক কৌশলগত প্রশিক্ষণে অংশ নিচ্ছে।
এর আগে গত মে মাসের প্রথম সপ্তাহে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র হামলার মহড়া চালিয়েছিল রুশ সামরিক বাহিনী।
তবে, ইউক্রেনে কৌশলগত কারণে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলে চলতি সপ্তাহে বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন, রাশিয়ার সামরিক বিধি অনুযায়ী, ইউক্রেনের মতো সংঘাতের ক্ষেত্রে এসব অস্ত্র ব্যবহার করা হয় না। রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়লেই কেবল তা ব্যবহার করা হয়।