যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে এক সঙ্গে তিন শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে সোমবার (৩০ মে) দুপুরে পুকুরের ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু হয়েছে।  তারা হলো, দক্ষিণ শ্রীরামপুর গ্রামের কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুন (৯), একই গ্রামের হারুন অর রশীদের মেয়ে তমা খাতুন (৮) এবং আবু সাঈদ মোল্যার ছেলে হুসাইন (৬)।
বাসুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান সরদার জানান, সোমবার দুপুরে একই এলাকার চার শিশু পাশের পুকুরে গোসল করতে যায়। তাদের মধ্যে তিনজন ডুবে যায়। আরেক শিশু দৌড়ে বাড়ি ফিরে জানায়, অন্যরা পুকুরে ডুবে গেছে। তখন স্থানীয়রা পুকুরে নেমে ওই তিন শিশুকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ফিরোজ উদ্দিন জানান, পুকুরে গোসল করতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।