যশোরে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় দুইজন বখাটে গ্রেফতার

যশোর প্রতিনিধি যশোরে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় দুইজন বখাটেকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী কলেজ ছাত্রী ওই দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। আটক রবিউল ইসলাম সদর উপজেলার সমশপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে এবং জবেদ আলী মন্ডল একই গ্রামের পূর্বপাড়ার মৃত মতলেব মন্ডলের ছেলে।
বাদী যশোর সদর উপজেলার বারীনগর কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করেন। আসামি তাদের প্রতিবেশি। পিতা দিনমজুর এবং ওই গ্রামে তাদের আর কোন আত্মীয় স্বজন নেই। সেকারণে আসামি রবিউল ইসলাম বেশ কিছুদিন ধরে ওই কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন ধরণের কুপ্রস্তাব দিয়ে আসছিল। তারই অংশ হিসেবে খাওয়া-দাওয়া শেষে গত ২৭ মে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১১টার দিকে আসামি রবিউল ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি করে। দরজা খোলার সাথে সাথে তার সাথে জোর পূর্বক শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। এসময় রবিউলের সাথে সহযোগিতা করার জন্য আসামি জবেদ আলী মন্ডল ছিল। এরপর ওই ছাত্রী চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে বিষয়টি কাউকে না বলার হুমকি দিয়ে চলে যায়। এরপর এই ব্যাপারে থানায় মামলা করা হলে পুলিশ তাদের দুইজনকেই আটক করেছে। যশোর কোতয়ালী থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ মনিরুজ্জামান জানান,মেয়েটির অভিযোগ পেয়ে তদন্ত পূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্হাগ্রহন করা হয়েছেএবং তাদের আটক করা হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সালাউদ্দিন খান বলেন, আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে