যশোর অভয়নগরে গাঁজা গাছসহ একজন আটক 

যশোর প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিকে যশোরের অভয়নগর থানার পুলিশ উপজেলার সুন্দলী বাজার থেকে গাঁজা গাছসহ সুরেশ বিশ্বাস @ গনেশ পাগলা (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছেন।তিনি উপজেলার অভয়নগর থানার ডহর মশিহাটি গ্রামের সুরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।,
পুলিশ জানায়,আটক সুরেশ বিশ্বাস মাদকাসক্তও মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে অভয়নগর থানায় একটি মামলা হয়েছে।