বিশেষ প্রতিনিধি
সদর উপজেলার লেবুতলা ইউপি খাজুরা বাজারস্থ বৃটিশ আমেরিকান টোবাকো কোম্পানী লিমিটেড এর পরিবেশক মেসার্স আজিজুর রহমান ডিষ্টিবিউশন পয়েন্ট অফিস থেকে কর্মচারী কর্তৃক সাড়ে ১১লাখ টাকার মালামাল চুরির অভিযোগে কোতয়ালি মডেল থানায় শুক্রবার দিবাগত গভীর রাতে মামলা হয়েছে। মামলাটি করেছেন, ওই অফিসের সেলস সুপার ভাইজার সদর উপজেলার পরানপুর গ্রামের মৃত দীন মোহাম্মদের ছেলে হাসান বাসারী। মামলায় আসামী করা হয়েছে, ওই অফিসের সেলস সুপার ভাইজার যশোর সদর উপজেলার চাঁচড়া বর্মনপাড়ার মৃত শিবপদ বর্মনের ছেলে অসিত বর্মন ও তার স্ত্রী ওই অফিসের তৃতীয়তলায় বসবাসকারী বিথিকা সরকার।
বাদি মামলায় বলেন, অসিত বর্মন উক্ত অফিসে সেলস সুপার ভাইজার পদে কর্মরত ছিলেন। বাদি উক্ত অফিসে সেলস ম্যানেজার পদে চাকুরী করে। গত ২৮ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় বাদিসহ অন্যান্য এস আর ও কর্মচারী কর্মকর্তাগন আসামীকে অফিসে পাই নাই। তৎক্ষনিকভাবে অফিসের তৃতীয় তলায় আসামীদের বাসায় যেয়ে দেখেন সেখানে অসিত বর্মন ও তার স্ত্রী বিথীকা বর্মন ঘরে নাই। তাদের ঘরে তালা লাগানো। অসিত বর্মনের মোবাইল ফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। অফিসের এস আর, অন্যান্য কর্মচারীদের সারা দিনের বিক্রিত মালের জমাকৃত ৪লাখ ২১ হাজার ৫০৪ টাকা এবং সিগারেটে গোডাউনে স্টকে চেক করে দেখা যায় ৭লাখ ২৬ হাজার ১০৮ টাকা মূল্যের বেনসন,গোল্ডরিপ,লাকি স্ট্রাইক, রয়েল ও ডার্বি সিগারেট নাই। ২৮ এপ্রিল সকাল সোয়া ৮ টা হতে বাদিসহ অন্যান্য কর্মচারী কর্মকর্তাগন মার্কেটে থাকার সুযোগে অসিত বর্মন তার স্ত্রী বিথিকা সরকারের সহায়তায় ওই দিন বিকেল সোয়া ৫ টার মধ্যে যে কোন সময় নগদ টাকাসহ উক্ত টাকার পরিমান মালামাল চুরি করে সটকে পড়ে।