যশোর মণিরাপুরের চাঁদাবাজি ও অপহরণের   ঘটনায় আদালতে মামলা 

যশোর প্রতিনিধি
যশোরের মণিরামপুরে চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে তিন জনকে আসামি করে আদালতে একটি মামলা হয়েছে। সোমবার সমসকাঠি গ্রামের মৃত আবু বক্কার মন্ডলের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন পিবিআইকে। আামিরা হলো সমসকাঠি গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে রবিউল ইসলাম, তৈয়ব আলী গাজীর ছেলে হাবিবুর রহমান ও মৃত কিয়াম উদ্দিন মোড়লের ছেলে ইব্রাহিম মোড়ল।
মামলার অভিযোগে জানা গেছে, আব্দুর রহমান সম্প্রতি তার বসত ভিটায় পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি আসামিরা জনতে পেরে আব্দুর রহমানের কাছে তার ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামিরা বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দেয়ার হুমকি দেয়। গত ১০ এপ্রিল আসামিরা তার বাড়িতে এসে চাঁদার টাকা দবি করে। টাকা দিতে অস্বীকার করায় আসামিরা আব্দুর রহমানকে অপরহণ করে পাশের স্কুল মাঠে নিয়ে মারপিট ও চাকু দিয়ে গলা কেটে হত্যার হুমকি দেয়। এমধ্যে তার কাছে থাকা ১৪ হাজার টাকা ছিনিয়ে নেয় আসামিরা। বাকি চাঁদার টাকা না দিলে ঘর নির্মাণ করতে দিবেনা বলে হুমকি দিয়ে চলে যায়। #