যশোরে ফেনসিডিল মামলায গ্রেফতার নারীর কারাদন্ড

যশোর প্রতিনিধি
যশোরে মাদক মামলায়  নূর জাহান বেগম নামে এক নারীর দু’ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দু’ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।  ১১ এপ্রিল সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাহমিদা জাহাঙ্গীর এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি নুর জাহান বেগম শহরের আশ্রম রোডের মৃত জসিম উদ্দিনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল।
আদালতের বেঞ্জ সহকারী সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী জানান, ২০১২ সালের ৩০ মে বেনাপোল পোর্ট থানা পুলিশ জানতে পারে বেনাপোলের কাগজ পুকুর এলাকায় এক মাদক ব্যবসায়ী যাত্রী ছাউনীতে বসে আছেন। তাৎক্ষনিক সকাল নয়টায় ১০ মিনিটে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে নুরজাহান বেগমকে আটক করে। এসময় তার কাছে থাকা একটি চটের ব্যাগ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় এএসআই জহুরুল ইসলাম বাদী হয়ে পোর্টথানায় মামলা করেন। ১৪ ডিস্মেবর মামলাটি তদন্ত করে এসআই শিকদার মতিয়ার রহমান নুরজাহান বেগমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জামাদেন। এ মামলায় সোমবার আদালত রায় ঘোষণা করেন। এসময় নুরহাজান অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।