যশোর প্রতিনিধি
যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়ায় মতিয়ার রহমান নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে চাঁদার দাবিতে মারপিট এবং প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে তিনজনকে। এরা হচ্ছে, একই এলাকার আকবর আলীর ছেলে রবিউল ইসলাম রুবেল, আবু তালেব মোল্লার ছেলে তারিকুজ্জামান ওরফে সুজন ও মৃত জাকারিয়ার ছেলে শামীম জাকারিয়া ।
মামলায় মতিয়ার রহমান উল্লেখ করেন, তিনি ওই এলাকায় বসবাসের সুবাদে আসামিদের চেনেন। তারা অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। যে কোন ধরনের অপরাধ তারা যে কোন সময় করতে পারে। গত কয়েকদিন ধরে আসামিরা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। তিনি চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আসামিরা গত ৩১ মার্চ সন্ধ্যা সোয়া ৭টায় তার বাড়ি খুকু ভিলায় ঢোকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি নিষেধ করলে আসামিরা একত্রিক হয়ে তাকে মারপিটে জখম করে। লোহার রড দিয়ে পিটিয়ে তার পকেটে থাকা জমি বিক্রির নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে তিনি প্রথমে সিএমএইচ এবং পরবর্তীতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।