যশোর প্রতিনিধি
গত বুধবার রাতে যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া নদীরপাড় এলাকা থেকে ৪টি বার্মিজ চাকুসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ।
এরা হলো, বারান্দী মোল্লাপাড়ার আব্দুল কাদেরের ছেলে কুরবান আলী (১৯), মোল্লাপাড়া বাঁশতলা এলাকার আরোজ শেখের ছেলে রাসেল (২১), বেজপাড়া চোপদারপাড়া আকবরের মোড়ের একরাম শেখের ছেলে আব্দুর রহমান (২০) এবং বিল্লাল হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯)।
কোতয়ালি থানার এসআই আব্দুর রউফ জানিয়েছেন, বারান্দী মোল্লাপাড়া নদীর পাড় এলাকাটি কিছুটা নিরিবিলি বলে কয়েকজন যুবক ক্ষমতার দাপপ দেখোনোর জন্য বিশৃংঙ্খলা করার চেষ্টা করে। বুধবার রাত ১১টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালালে বেশ কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। কিন্তু পিছু ধাওয়া করে ৪ জনকে আটক করা হয়। পরে চারজনেরই পকেট তল্লাশি করে প্রত্যেকের পকেট থেকে একটি করে বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
এই ঘটনায় কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার চারজনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। #