যশোর প্রতিনিধি
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে ভারতীয় নাগরিক শেফালী বর্মা ওরফে রেখা দেবী (৬০)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ভারতের বোম্বে চন্দ্রীমালা,লখনৌ,উত্তর প্রদেশ/ পন্ডিয়ার চর এলাকার পরেশ বর্মা ওরফে শুকদেব ও রিনা দেবীর মেয়ে। মঙ্গলবার সন্ধ্যায় ৭ টার পর কোতয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বৈধ কাগজপত্র ব্যতিত বাংলাদেশে অনুপ্রবেশ করার অভিযোগে মামলা হয়েছে। মামলাটি করেছেন,যশোর কোতয়ালি মডেল থানার এসআই আ .ফ .ম মনিরুজ্জামান।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় দায়েরকৃত মামলায় উক্ত এসআই উল্লেখ করেন,মঙ্গলবার ২৯ মার্চ মোবাইল -১৩ ডিউটিকালে তিনি সংবাদ পান যে,যশোর শহরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে একজন অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় বৃদ্ধা মহিলা (বিদেশী নাগরিক) অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শে সেখানে অভিযান চালিয়ে শেফালী বর্মা ওরফে রেখা দেবী নামে এক বৃদ্ধাকে চ্যালেঞ্জ করে তার কাছে পাসপোর্ট আছে কিনা জানতে চান। উক্ত বৃদ্ধা নারী পাসপোর্ট ও ভিসা দেখাতে পারেনি। যার ফলে তাকে কোতয়ালি মডেল থানা হেফাজতে রেখে মামলাটি বুধভার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।#