যশোরে মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় পিতা জখমের ঘটনায় তিন সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি
  1. মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় চিহ্নিতসন্ত্রাসীরা সেলিম হোসেন (৪০)কে কুপিয়ে জখম করে মাছের ব্যবসার নগদ সাড়ে ৫২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায়  চিহ্নিত তিন সন্ত্রাসীর নাম উল্লেখসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে বুধবার রাতে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলায় আসামীরা হচ্ছে,শহরের চোরমারা দিঘীর দক্ষিণপাড় আদর্শ পাড়ার গফফার মিস্ত্রীর ছেলে লিমন হোসেন, চাঁচড়া ইসমাইল কলোনীর ঢ্যাপ পকেটমারের ছেলে স¤্রাট ও চাঁচড়া ডালমিল এর পশ্চিম অংশের হেলাল উদ্দীনের ছেলে মনির হোসেন। মামলাটি করেছেন,  আহত সেলিমের স্ত্রী যশোর শহরের চাঁচড়া ডালমিল এর পশ্চিকম অংশের বাসিন্দা মোছাঃ শামীমা আক্তার।
মামলায় গৃহবধূ বলেন, লিমন হোসেন বাদির মেয়ে সেলিনা আক্তার দোয়েল (১৩) কে বিভিন্ন সময় উত্যক্তসহ আজেবাজে কথাবার্তা বলতো। তার কারণে বাদির মেয়ে  স্কুলে যাতায়াত করতে সাহস  পেত না। বাদির স্বামী সেলিম হোসেন বিষয়টি জেনে লিমন হোসেনকে এহেন কাজ করতে নিষেধ করে। এতে আসামীরা বাদির স্বামীকে ও বাদীর প্রতি ক্ষিপ্ত হয়ে সেলিম হোসেনকে মারপিট খুন জখম করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতে থাকে। বাদীর স্বামী গত ২১ মার্চ রাত ২৫ মিনিট সময় চাঁচড়া ডালমিলে মাছের ব্যবসা করে। সেলিম হোসেন  মিলন সাথে বাড়িতে আসার পথে চাঁচড়া ডালমিল জনৈক গনি মিস্ত্রি  জাবেদ হোসেনের দোকানের  নির্মানাধীন বাড়ির সামনে সলিং রাস্তার উপর রাত পৌনে ১১ টায় পৌছালে পূর্ব শত্রুতার কারনে উল্লেখিত আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমন করে কুপিয়ে পিটিয়ে জখম করে মাছের ব্যবসার নগদ ৫২ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নেয়। রক্তাক্ত জখম অবস্থায়  সাথে থাকা মিলনসহ আশপাশের লোকজন এগিয়ে এসে সেলিম হোসেনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।