যশোরে পুলিশ ও মাদকদ্রব্য বিভাগের আলাদা অভিযান ফেনসিডিল ইয়াবাসহ গ্রেফতার-৩

যশোর প্রতিনিধি
কোতয়ালি মডেল থানা,সাজিয়ালী পুলিশ ক্যাম্প ও চাঁচড়া ফাঁড়ী পুলিশ আলাদা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। এ সময় ২১ বোতল ফেনসিডিল ও ২শ’ ১০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার অন্তর্গত সাদীপুর গ্রামের মৃত মতিয়ার বিশ^াসের ছেলে নুর উদ্দীন,যশোরের অভয়নগর উপজেলার গোখোলা রেলবস্তি (রেলওয়ের সম্পত্তিতে টিনশেট অস্থায়ী বাড়ী), ৬নং ওয়ার্ড নওয়াপাড়া পৌরসভা মোশারফ সরদারের ছেলে রবিউল ইসলাম,খুলনা জেলার পাইকগাছা উপজেলার গোপালপুর দক্ষিণপাড়ার মৃত আকবর সদ্দারের ছেলে সিরাজুল ইসলাম। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা ৪টি মাদক আইনে মামলা হয়েছে।
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা ২২ মার্চ রাত সাড়ে ৯ টায় যশোর চৌগাছা সড়কের আমিরুল ইসলাম এর ইট ভাটার উত্তর পাশের আরিফ হোসেেেনর চায়ের দোকানের সামনে থেকে সিরাজুল ইসলামকে গ্রেফতার করে। এসময় তার দখল হতে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে,চাঁচড়া ফাঁড়ী পুলিশ মঙ্গলবার ২২ মার্চ বিকেলে চাঁচড়া চেকপোষ্ট সংলগ্ন পাবলিক টয়লেটের সামনে থেকে রবিঊল ইসলামকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এছাড়া,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা বুধবার দুপুরে শহরের খড়কী কলাবাগান পাড়া শাহ আব্দুল করিম রোডস্থ এলাকাস্থ  সদর উদ্দিন মোড়লের ছেলে সাইদুর রহমান সৈয়দ আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় সাইদুর রহমান পালিয়ে যায়। কোতয়ালি মডেল থানা পুলিশ বুধবার রাত সোয়া ৮ টায় শহরের আশ্রম রোড আশ্রম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে নূর উদ্দীনকে ১১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে মাদক আইনে মামলা দিয়েছে।#