- যশোর প্রতিনিধি
রোববার ৬ মার্চ দিবাগত গভীর রাতে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে সোহাগ হোসেন নামে এক যুবককে দুই শ’ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে। সে বেনাপোল দৌলতপুর গ্রামের শাহ আলমের ছেলে। রোববার দিবাগত গভীর রাতে পোর্ট থানার অর্ন্তগত জয়নালের বাঁশবাগানের পাশ থেকে তাকে আটক করে। পরে তার দখলে থাকা ২শত বোতল ফেনসিডিল উদ্বার করে। এঘটনায় বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে। সোহাগ হোসেনকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করেছে।