যশোর প্রতিনিধি
যশোরে ছেলের বিয়ে দিয়ে মদ পান করে রাজবাড়ী জেলার দিলু হরিজন (৫৫ )নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে যশোর শহরের পুরাতন পৌরসভার সামনে হরিজন পল্লীতে এঘটনা ঘটে।
নিহত দিলু হরিজন’ রাজবাড়ী জেলার সদর উপজেলার বিবেকানন্দ পল্লীর মৃত ভূলু হরিজনের ছেলে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে যশোর শহরের পুরাতন পৌরসভার সামনে হরিজন পল্লীতে সারদিন হরিজনের মেয়ে সঞ্জনার সাথে দিলু হরিজনের ছেলে হৃদয় হরিজনের বিয়ে হয়। সোমবার সকালে বাসি বিয়ে সম্পন্ন হওয়ার পর বিদায় লগ্নে দিলু হরিজন অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়ে।
সোমবার সকাল পৌনে বারোটার দিকে,যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ-তারেক শামস সকাল পৌনে বারোটার দিকে মৃত্যু নিশ্চিত করেন। তিনি বলেন অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন অতিরিক্ত মদ পান করে ও স্টক করে তার মৃত্যু হয়েছে,লাশ হাসপাতাল মর্গে আছে ময়না তদন্ত করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এ মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।